শিরোনাম
যমুনায় নৌকাডুবি: ২২ জন উদ্ধার, নিখোঁজ ৬
প্রকাশ : ০৮ আগস্ট ২০১৯, ১১:২৩
যমুনায় নৌকাডুবি: ২২ জন উদ্ধার, নিখোঁজ ৬
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভিজিএফের চাল নিয়ে ফেরার পথে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের উদ্ধার করা হয়। তবে এখনও অন্তত ছয়জন নিখোঁজ রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।


বুধবার রাত ৯টার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলার ফুটানিবাজার ঘাট ছেড়ে যমুনা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।


সূত্র জানায়, ফুটানিবাজার ঘাট থেকে যমুনা নদীর মাঝে চর হলকা হাওড়াবাড়ী যাওয়ার পথে টিনের চরের কাছে পৌঁছালে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়।


প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার ফুটানিবাজার থেকে ২৮ জনের মতো যাত্রী নিয়ে নৌকাটি চরহলকা হাওড়াবাড়ী এলাকার দিকে রওনা করে। পথে টিনের চরের এলাকায় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে নৌকাটি ডুবে যায়। এসময় ১৬ জন তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ থাকে।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ থানার ওসি এম এম মইনুল ইসলাম।


তিনি বলেন, অন্তত ২৮ জন যাত্রী নিয়ে চুকাইবাড়ী ইউনিয়ন থেকে ভিজিএফ চাল নিয়ে ফিরছিল নৌকাটি। পথে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।


দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল জানান, বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে। আগামীকাল সকালে নিখোঁজদের সন্ধানে আবার উদ্ধার অভিযান শুরু হবে।


বিবার্তা/তাওহীদ


>>যমুনায় নৌকা ডুবে নিখোঁজ ১২

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com