শিরোনাম
কুয়াকাটায় মেডিকেল অফিসার ডেঙ্গুতে আক্রান্ত
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৯, ২০:৪১
কুয়াকাটায় মেডিকেল অফিসার ডেঙ্গুতে আক্রান্ত
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আরিফ হোসেন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।বুধবার সকালে তার ডেঙ্গু শনাক্ত হয়। তাকে চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করা হয়েছে।


কলাপাড়া হাসপাতালে ইতোপূর্বে আরো চারজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। যার মধ্যে সর্বশেষ ভর্তিরত চাকামইয়ার আকলিমা বেগম চিকিৎসার জন্য বুধবার বরিশালে গেছেন।


এছাড়াও শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে আরো পাঁচজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে কলাপাড়ায় এখন পর্যন্ত মোট ১০ ডেঙ্গু রোগী শণাক্ত হয়েছে।


স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জেএইচ খান লেলীন জানান, এ পর্যন্ত কলাপাড়ায় মোট ২০টি কীট পেয়েছেন। কীট সঙ্কটের কারণে কোরবানির ঈদে ঢাকা থেকে আসা কোনো মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হলে চিকিৎসা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন চিকিৎসকগণ।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান জানান, বিষয়টি তিনি খোঁজ-খবর নিয়ে দেখছেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


বিবার্তা/উত্তম/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com