শিরোনাম
নন্দীগ্রামে ডেঙ্গু নিধনে পরিচ্ছন্নতা অভিযান
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৯, ১৮:৩৫
নন্দীগ্রামে ডেঙ্গু নিধনে পরিচ্ছন্নতা অভিযান
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা প্রশাসনের আয়োজনে এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।


মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের নেতৃত্বে নন্দীগ্রাম পৌর শহরের পুরাতন বাজার ও উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে এ কার্যক্রম শুরু হয়।


এসময় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার বলেন, সারা দেশে মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে। এ থেকে প্রতিকারের একমাত্র উপায় এডিস মশার বংশ বিস্তার ধ্বংস করা। আর এজন্য জরুরি পরিষ্কার পরিচ্ছন্নতা প্রয়োজন। আসুন আমরা সবাই মিলে নিজ নিজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি।



অভিযানে উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম পৌর সভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার আশরাফ হোসেন, উপজেলা শিক্ষা নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ছাত্র-ছাত্রী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


অপরদিকে উপজেলার সদর ইউনিয়নের দলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু-মশক নিধনের লক্ষ্যে প্রধান শিক্ষক আলী আজমের নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। অভিযানে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এসএমসির সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।


বিবার্তা/মুনির/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com