শিরোনাম
‘নগরবাসীকে নির্দিষ্ট স্থানে পশু জবাই করার আহব্বান’
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৯, ১৭:৫৫
‘নগরবাসীকে নির্দিষ্ট স্থানে পশু জবাই করার আহব্বান’
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঈদুল আজহায় পশু কোরবানি উপলক্ষে মহানগরের ৩৩টি ওয়ার্ডে ২৫৬টি স্থান নির্ধারণ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)।


প্রতিবারের মতো এবারো নির্দিষ্ট স্থানে পশু জবাই করার জন্য নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু।


তিনি বলেন, নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই এবং দ্রুত সময়ে বর্জ্য অপসারণে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কোরবানির দিন রাতের মধ্যেই সব বর্জ্য অপসারণ করা হবে। যাতে পরদিন পরিচ্ছন্ন শহর দেখতে পারেন নগরবাসী।


মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশন শহীদ সাহাবউদ্দিন মিলনায়তনে আয়োজিত কোরবানির পশু নির্দিষ্ট স্থানে জবেহ করন এবং দ্রুত বর্জ্য অপসারণ বিষয়ক মসিকের মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।


মেয়র টিটু আরো বলেন, গত কয়েক বছর থেকে নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাইয়ের কার্যক্রমটি চলে আসছে। এরই অংশ হিসেবে নগরের নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই করার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য ঈদুল আজহার দিন পরিচ্ছন্নতা বিভাগে কর্মরত সবার ছুটি বাতিল করা হয়েছে। পরিচ্ছন্ন বিভাগের কর্মচারীরা ঈদের দিন থেকে নিরসলভাবে কাজ করবেন। রাতের মধ্যেই সব বর্জ্য অপসারণ করা হবে। পরদিন পরিচ্ছন্ন নগর আমরা দেখতে পাবো।


ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটুর সভাপতিত্বে ময়মনসিংহ ডেপটি সিভিল সার্জন পরিক্ষিত কুমার পার, সিটি কর্পোরেশন (মাসিক) প্রধান প্রকৌশলী রফিক উদ্দিন মিয়া, সিটি কর্পোরেশন স্বাস্থ্য ও পরিচ্ছন্ন শাখার বিভাগীয় প্রধান এইচ কে দেবনাথ, সেনেটারি ইন্সপেক্টর দীপক মজুমদার, কনজারভেটিভ ইন্সপেক্টর মোহাব্বত আলী, চীফ সুপারভাইজার রবিউল ইসলামসহ সিটি কর্পোরেশন কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


এসময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশন (মসিক) ১নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান বাবু, ২নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম রফিক দুদু, ৩নং ওয়ার্ড কাউন্সিলর শরীফ আহমেদ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান দুলাল উদ্দিন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মোর্শেদ আলম, ৬নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু (জাসদ), ৮নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক হাসান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর শীতল সরকার, ১০নং ওয়ার্ড কাউন্সিলর তাজুল আলম, ১১নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হাসান, ১২নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হক উজ্জ্বল, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর কামাল খান, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান হবি, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস মণ্ডল, ২০নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম, ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা ফারুক, ২২নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম সোহেল, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেন বিপ্লব, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর লিটন মিয়া, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর আবুল বাসার, ৩১নং ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিন, ৩২নং ওয়ার্ড কাউন্সিলর এমদাদুল হক মণ্ডল, ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাহজাহান মনির।


বিবার্তা/বাপ্পী/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com