শিরোনাম
দা, ছুরি তৈরিতে ব্যস্ত খুলনার কামারেরা
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৯, ২০:৩৮
দা, ছুরি তৈরিতে ব্যস্ত খুলনার কামারেরা
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু জবাই ও মাংস কাটার দা, ছুরি, চাকু ও বটি তৈরিতে ব্যস্ত সময় পার করছে খুলনার রূপসা উপজেলার কামার পল্লীর কারিগরেরা।


সরেজমিনে উপজেলার আলাইপুর বাজার ও থানার মোড় বাজার ঘুরে দেখা যায়, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন এখানকার কামারেরা। কোরবানির পশু জবাই ও মাংস কাটার সামগ্রী চাপাতি, ছুরি, বটি ও চাকু দিন-রাত এক করে তৈরি করছেন তারা। এছাড়া পুরানো ধারালো অস্ত্রে শান দিতে এখন তারা অনেক ব্যস্ত।


এ শিল্পের সাথে জড়িত অশোক পাল জানান, সারা বছর তেমন কোনো কাজ কর্ম না থাকলেও প্রতি বছর কোরবানির ঈদের সময় এ শিল্পের কদর বাড়ে।


সুকুমার কর্মকার বলেন, হাতে টাকা-পয়সা না থাকলে ঋণ করে হলেও দা, বটি, ছুরি তৈরি করার জন্য লোহা ও ইস্পাত কিনি আমরা। তবে বর্তমানে গরু কাঁটার প্রয়োজনীয় জিনিসের দাম একটু বেশি বলে জানান তিনি।


বিবার্তা/রেজাউল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com