শিরোনাম
কুষ্টিয়ায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৯, ১৫:৩৭
কুষ্টিয়ায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার কুমারখালী থানার মাদক মামলায় শহিদুল ইসলাম (৩৮) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।


সোমবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। শহিদুল ইসলাম কুমারখালী উপজেলার শেরকান্দি গ্রামের মৃত: আবু বকরের ছেলে।


আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২১ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে কুমারখালী উপজেলার শেরকান্দি গ্রামে শহিদুলের বাড়িতে তল্লাশি করে ৫০ গ্রাম হেরোইন উদ্ধারসহ তাকে আটক করেন পুলিশ। পরে শহিদুলের বিরুদ্ধে এস আই আতোয়ার হোসেন বাদী হয়ে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের দ:বি: ১৯এর (১) ধারার ১(খ) ধারায় কুমারখালী থানায় করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ১৩জুলাই আদালতে চার্জশীট দাখিল করা হয়।


কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌশুলী অ্যাড. অনুপ কুমার নন্দী জানান, আসামি শহিদুলের বিরুদ্ধে আনিত অভিযোগের চার্জ গঠন পূর্বক রাষ্ট্রপক্ষে দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে মাদক হেরোইন ব্যবসায় জড়িত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় এই রায় ঘোষণা করেন বিজ্ঞ আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাভোগের আদেশ দিয়েছেন আদালত।


বিবার্তা/শরিফুল/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com