শিরোনাম
দৌলতপুর সীমান্তে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৯, ১১:০২
দৌলতপুর সীমান্তে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে রবি (৩০) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়েছে। রবিবার (৪ আগস্ট) সকালে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরপাড়া সীমান্ত এলাকা থেকে পিঠে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ উদ্ধার করে বিজিবি। সে চিলমারী ইউনিয়নের হায়দারেরচর গ্রামের জানু মণ্ডলের ছেলে।


স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজ মণ্ডল ও এলাকাবাসী জানান, একদল চোরাকারবারি ভারত থেকে চোরাইপথে ১৫৭ সীমান্ত পিলার সংলগ্ন চরপাড়া সীমান্ত এলাকা দিয়ে গরু পাচার করছিল। এ সময় মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ৪৩ বিএসএফ কমান্ডেন্ট অধীন বাউসমারী ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।


ওই এতে রবি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। তবে অন্যরা পালিয়ে আসে। তবে বিএসএফের গুলিতে রবি নিহত হওয়ার বিষয়টি বিজিবি অস্বীকার করে।


৪৭-বিজিবি ব্যাটালিয়ন অধীন মহিষকুণ্ডি বিজিবি কোম্পানির অধিনায়ক সুবেদার জাহাঙ্গীর আলম জানান, নদীতে মাছ ধরতে গিয়ে জেলেদের অভ্যন্তরীণ কোন্দলে প্রতিপক্ষের হামলায় রবি নিহত হয়েছেন।


বিবার্তা/শরীফুল/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com