শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছেই, শনাক্ত ১১৫
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৯, ২২:০৬
কুষ্টিয়ায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছেই, শনাক্ত ১১৫
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় ১১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। প্রতিদিনই বাড়ছে এ রোগীর সংখ্যা। বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩৪ জন। তবে আক্রান্তরা সকলেই শংকামুক্ত।


গত ২৪ ঘন্টায় (শনিবার বেলা ১১টা পর্যন্ত) ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১৪ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।


কুষ্টিয়া সিভিল সার্জন ডা. রওশন আরা জানান, প্রতিদিনই কুষ্টিয়া হাসপাতালে ডেঙ্গুরোগী ভর্তি হচ্ছে। এ পর্যন্ত কুষ্টিয়ায় ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে ১১৫ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৩৪জন। আক্রান্ত রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা থাকাকালে তারা তিন চার দিন পূর্বে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। ঢাকার বিভিন্ন সরকারি বেসরকারী হাসপাতেলে ঘুরে চিকিৎসা না নিতে পেরে বাধ্য হয়ে তারা কুষ্টিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন।


কুষ্টিয়া ২৫০শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার পাল জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৩৪ জন সকলেই শঙ্কামুক্ত। তবে এদের মধ্যে অনেকেই কুষ্টিয়া জেলার বাইরের বিভিন্ন জেলার রোগী রয়েছেন। এছাড়াও কুষ্টিয়ার বিভিন্ন উপজেলা থেকেও বেশ কয়েজন ডেঙ্গুতে আক্রান্ত হয় হাসপাতালে ভর্তি রয়েছেন।


বিবার্তা/শরীফুল ইসলাম/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com