শিরোনাম
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে গুজব, যুবক আটক
প্রকাশ : ০২ আগস্ট ২০১৯, ২০:১৫
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে গুজব, যুবক আটক
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অভিযান চালিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মোস্তফা কামাল সুজন (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪।


শুক্রবার (২ আগস্ট) বিকালে র‌্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


র‌্যাব কর্মকর্তা সহকারী পুলিশ সুপার তফিকুল আলম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর নামে ক্যান্সার আক্রান্তের গুজব ছড়ানো হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে র‌্যাব-১৪’র একটি দল ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় অভিযান চালায়। এসময় উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর গ্রাম থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।


তিনি জানান, আটক সুজনের কাছ থেকে ফেসবুকে মিথ্যা গুজবের স্ক্রিনশট, দুটি মোবাইল ফোন সেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ক্যান্সারে আক্রান্তের গুজব তার মোবাইল থেকে ফেসবুকে প্রচার করেছেন। আটক সুজনের বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


বিবার্তা/বাপ্পী/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com