শিরোনাম
নারায়ণগঞ্জে বস্তিতে আগুন, ৭০ ঘর ছাই
প্রকাশ : ০২ আগস্ট ২০১৯, ১১:২১
নারায়ণগঞ্জে বস্তিতে আগুন, ৭০ ঘর ছাই
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জে জেলা পরিষদ কার্যালয়ের পাশে অবৈধভাবে গড়ে ওঠা একটি বস্তিতে আগুন লেগে ৭০টি ঘর পুড়ে গেছে। শুক্রবার (২ আগস্ট) ভোরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা পরিষদ কার্যালয় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া বেশিরভাগ ঘরই গার্মেন্টসের ঝুট কাপড়ের গোডাউন হিসেবে ব্যবহৃত হতো।


স্থানীয়রা জানান, শুক্রবার ভোরের দিকে হঠাৎ বস্তির একটি ঘরে আগুন লাগে। দ্রুত সেই আগুন পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে। বস্তির পাশেই একটি সিএনজি স্টেশন থাকায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তবে কীভাবে আগুনের সূত্রপাত, সে বিষয়ে তারা কিছু বলতে পারেননি।


বস্তিবাসীরা জানিয়েছেন, জলাধারের ওপর ভাসমান অবস্থায় গড়ে ওঠা এ বস্তিতে বেশ কয়েকটি দোকান, ঝুটের গুদাম ও ঘর-বাড়িসহ প্রায় ৭০টি স্থাপনা পুড়ে গেছে।


আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও আদমজি ফায়ার স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। এসময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দেড় ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে।


নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনে কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com