শিরোনাম
ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত মিনুর দাফন সম্পন্ন
প্রকাশ : ৩০ জুলাই ২০১৯, ১৭:৫০
ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত মিনুর দাফন সম্পন্ন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আলোচিত ছেলেধরা গুজবে টাঙ্গাইলে ভূঞাপুরে মৃত্যুবরণকারী ভ্যান চালক মিনু মিয়ার দাফনকাজ সম্পন্ন হয়েছে।


মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ৯টায় উপজেলার টেপিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।


এসময় উপস্থিত ছিলেন, ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল হালিম, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, সাবেক ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, পৌর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান, মো. সোহেল, মো. আনোয়ার হোসেনসহ শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুশীল সমাজের লোকজন।


উল্লেখ্য, গত রবিবার (২১ জুলাই) ভূঞাপুর থেকে মাছ ধরার জাল কেনার উদ্দেশ্য কালিহাতী উপজেলার সয়ার হাটে যান মিনু মিয়া। হাটের কিছু লোকজন তাকে ছেলেধরা সন্দেহ করে এবং এলোপাতাড়িভাবে লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। এসময় গুরুতর অবস্থায় তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হয়। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


মিনু মিয়া উপজেলার টেপিবাড়ী গ্রামের কোরবান আলীর ছেলে। গত সোমবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।


বিবার্তা/তোফাজ্জল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com