শিরোনাম
চোরাকারবারিদের বোমা হামলায় আহত বিজিবি সদস্যের মৃত্যু
প্রকাশ : ২৯ জুলাই ২০১৯, ২১:৫৮
চোরাকারবারিদের বোমা হামলায় আহত বিজিবি সদস্যের মৃত্যু
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোরে চোরাকারবারিদের বোমা হামলায় গুরুতর আহত বিজিবির হাবিলদার আকমল হোসেন মারা গেছেন।


সোমবার সকাল ৯টার দিকে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


গত শুক্রবার (২৬ জুলাই) রাতে শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তে টহলরত অবস্থায় আকমল হোসেন মাদক চোরাকারবারিদের বোমা হামলার শিকার হন। তিনি ২১ বিজিবির অধীন পাঁচভুলোট ক্যাম্পে কর্মরত ছিলেন।


২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, ২৬ জুলাই সন্ধ্যায় তারা গোপনে জানতে পারেন- ভারত থেকে মাদকের একটি চালান আসছে। এ খবর পাওয়ার পর বিজিবি সদস্যরা রাত ৮টার দিকে পাঁচভুলোট সীমান্তে টহল দিতে থাকে। এক পর্যায়ে চোরাকারবারিরা সেখানে পৌঁছলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।


ইমরান উল্লাহ সরকার জানান, এসময় চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে বোমা হামলা করলে হাবিলদার আকমল হোসেন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে যশোর সিএমএইচ ও পরে হেলিকপ্টারে ঢাকার সিএমএইচে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯টার দিকে তিনি মারা যান।


নিহত বিজিবি সদস্য আকমলের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার খোর্দকোমরপুর গ্রামে। তিনি স্ত্রী, ৩ মেয়ে ও এক ছেলে সন্তান রেখে গেছেন।


বিবার্তা/তুহিন/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com