শিরোনাম
টাঙ্গাইলে ১৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
প্রকাশ : ২৯ জুলাই ২০১৯, ২১:২৬
টাঙ্গাইলে ১৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শরীরে জ্বর নিয়ে গত তিন দিনে ১৬ জন ডেঙ্গু রোগী টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার দুপুর পর্যন্ত হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে তারা চিকিৎসাধীন রয়েছেন।


এ ব্যাপারে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক নারায়ণ চন্দ্র সাহা বিবার্তাকে বলেন, অসুস্থরা সবাই ঢাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। বাড়িতে এসে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষা নিরীক্ষায় তাদের ডেঙ্গু ধরা পড়ে।


হাসপাতালে ডেঙ্গু জ্বর নির্ণয়ের কোনো যন্ত্রপাতি না থাকায় চিকিৎসা সেবা দিতে সমস্যা হচ্ছে। এ অবস্থায় চিকিৎসা সেবা দিতে খুব হিমশিম খেতে হচ্ছে বলেও জানান তিনি।


তিনি বলেন, জ্বর হলেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এমন আতঙ্ক বিরাজ করছে সবার মাঝে। এতে আতঙ্কিত না হয়ে নিকটতম হাসপাতালে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করানোর পরামর্শ দেন তিনি।


হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সফিকুল ইসলাম সজিব বিবার্তাকে বলেন, গত ৪/৫ দিনে আরো অন্তত ২০ জন ডেঙ্গু রোগী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


এদিকে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের কোনো ব্যবস্থা না থাকায় টাঙ্গাইলের ক্লিনিকগুলোর উপর ভরসা করতে হচ্ছে ডেঙ্গু আক্রান্তদের। শহরে মাত্র ৩/৪টি ক্লিনিকে ডেঙ্গু রোগের পরীক্ষা হচ্ছে। প্রতিদিনই ভিড় বাড়ছে ওই ক্লিনিকগুলোতে। এ সুযোগে ক্লিনিকগুলো রোগীর কাছ থেকে ডেঙ্গু জ্বর পরীক্ষার জন্য মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।


তবে ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক বজলুর রহিম রিপন বলেন, ডেঙ্গু পরীক্ষার জন্য সরকারি ভাবে ৫০০ টাকা নেয়ার নির্দেশনা রয়েছে। এর বাইরে টাকা নিলে ওই ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/তোফাজ্জল/জহির


>>টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১১ জন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com