শিরোনাম
‘বর্তমানে ট্যানারি থেকে পরিবেশ দূষিত হচ্ছে না’
প্রকাশ : ২৯ জুলাই ২০১৯, ১৭:০২
‘বর্তমানে ট্যানারি থেকে পরিবেশ দূষিত হচ্ছে না’
বিবার্তা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বর্তমানে ট্যানারি থেকে পরিবেশ দূষিত হচ্ছে না বলে দাবি করেছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) চেয়ারম্যান মোশতাক হাসান।


সোমবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বিসিক শিল্প নগরী ট্যানারিতে বিভিন্ন ট্যানারি মালিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ দাবি করেন।


বিসিক চেয়ারম্যান এসময় বলেন, বর্তমানে ট্যানারির অবস্থা ভালো। ট্যানারিকে আরো উন্নত করার জন্য বিদেশি একজন সিইউ নিয়োগ দেয়া হবে। তিনি আরো বলেন, আসন্ন কোরবানির ঈদে ট্যানারিতে চামড়া আসতে কোনো সমস্যা হবে না।


মতবিনিময় সভায় এসময় শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব এ এফ এম আমির হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরীফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com