শিরোনাম
গৌরনদীতে নকলনবিসদের মানববন্ধন
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১৬, ২১:০১
গৌরনদীতে নকলনবিসদের মানববন্ধন
গৌরনদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাকরি স্থায়ীকরণের দাবিতে কলম বিরতী রেখে বিক্ষোভ ও মানববন্ধন করছে বরিশাল জেলার গৌরনদী উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের নকলনবিসরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল থেকে গৌরনদী বন্দর এলাকায় অবস্থিত অফিসের সামনে মানববন্ধন পালন করেন তারা।


মানববন্ধনে বক্তারা বলেন, দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন নকলনবিসরা। আমরা প্রতি বছর সরকারকে হাজার কোটি টাকা রাজস্ব আয় করে দিচ্ছি। অথচ সরকার তাদের দিকে ফিরে তাকাচ্ছে না।


তাই নকলনবিসদের স্বীকৃতি প্রদান স্বরুপ চাকরি স্থায়ীকরণের এক দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।


গৌরনদী সাব রেজিস্ট্রি অফিসের নকলনবিস অ্যাসোসিয়েশনের নেত্রী রোমানা খানমের সভাপতিত্বে সমাবেশে ফারজানা আক্তার, মো. আমিনুল ইসলাম, জুলেখা খানম, নাজমিন আক্তার, মো. সোহেল, মো. মোবারক হোসেন, কাজী নাসরিন, লিপিকা বেপারীসহ অন্য নকল নবিসরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/সোহেল/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com