শিরোনাম
জামালপুরে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত
প্রকাশ : ২৭ জুলাই ২০১৯, ১৩:৫০
জামালপুরে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জসহ সাত উপজেলা ও পৌরসভার নিম্নাঞ্চলে বন্যার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।


জেলার নিম্নাঞ্চলে বন্যার পানি ১২/১৩ দিনে ধরে হ্রাস ও বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় লাখ লাখ মানুষ মানবেতর জীবন যাপন করছে। তবে বন্যা কবলিত এলাকায় সরকারি-বেসরকারি উদ্যোগে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।


এদিকে জামালপুরের বন্যা পানি গত তিন দিন বেড়ে আবারও কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্ট যমুনার পানি ১৭ সে.মি কমে শনিবার সকালে বিপদসীমার ৩৮সে.মি.ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


শুক্রবার সকালে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী ডা.আব্দুর রাজ্জাক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ও সিনিয়র সচিব শাহ্ কামালসহ কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা জেলার জামালপুর সদর, মেলান্দহ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জে উপজেলার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।


বিবার্তা/ওসমান/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com