শিরোনাম
ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ
প্রকাশ : ২৬ জুলাই ২০১৯, ১৬:৫৩
ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার নন্দীগ্রামে ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে জনসচেতনামূলক লিফলেট বিতরণ করেছেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল।


শুক্রবার বাদ জুম্মা বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করেন তিনি।


পৌরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, বাড়ির আশপাশে অপ্রয়োজনীয় অথবা পরিত্যক্ত পানির পাত্র ধ্বংস অথবা উল্টে রাখুন, যাতে পানি না জমে। জমে থাকা স্বচ্ছ পানিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বাহক এডিস মশা বংশ বিস্তার করে। এবিষয়ে তিনি প্রতিটি নাগরিককে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান।


এসময় কাউন্সিলর বেলায়েত হোসেন আদর, আব্দুর রশিদ, জালাল উদ্দিন ও রহমত আলী উপস্থিত ছিলেন।


বিবার্তা/মুনির/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com