শিরোনাম
আ.লীগ নেতা খুন, প্রতিবাদে হরতাল চলছে রোয়াংছ‌ড়ি‌তে
প্রকাশ : ২৩ জুলাই ২০১৯, ১০:০৪
আ.লীগ নেতা খুন, প্রতিবাদে হরতাল চলছে রোয়াংছ‌ড়ি‌তে
হরতাল চলায় গাড়িশূন্য রোয়াংছড়ি উপজেলার একটি সড়ক (ফাইল ফটো)
বান্দরবান প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবানে তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মং মং থোয়াই মারমাকে হত্যার প্রতিবাদে রোয়াংছড়ি উপজেলায় আধাবেলা হরতাল পালন করছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।


মঙ্গলবার (২৩ জুলাই) সকাল ৬টায় রোয়াংছড়ি উপজেলায় এ হরতাল শুরু হয়; একটানা চলবে বেলা ১২টা পর্যন্ত। সকাল থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন।


হরতালের কারণে বান্দরবান-রোয়াংছড়ি উপজেলা সড়কসহ অভ্যন্তরীণ সব রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ছেড়ে যায়নি যাত্রীবাহী কোনো বাসও। কাউন্টারগুলোও বন্ধ। খোলেনি রোয়াংছড়ি বাজারসহ আশপাশের হাটবাজারগুলোতে কোনো দোকানপাট।


এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী বলেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে আধাবেলা হরতাল কর্মসূচি চলবে। হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করতে রাস্তায় নেমেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চলবে।


সোমবার (২২ জুলাই) দুপুরে রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে মোটরসাইকেল চালিয়ে বান্দরবান জেলা সদরে আসছিলেন তারাছা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মং মং থোয়াই মারমা। পথে রোয়াংছড়ি-বান্দরবান সড়কের শামুকছড়ি এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে টার্গেট করে ১৫ রাউন্ড ব্রাশফায়ার করে।


এতে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান থোয়াই মারমা। এ সময় সন্ত্রাসীরা মৃত্যু নিশ্চিত করতে আরো ৫ রাউন্ড গুলি করে।



বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com