শিরোনাম
কলাপাড়ায় দুই ছাত্রী অজ্ঞানের ঘটনায় তোলপাড়
প্রকাশ : ২২ জুলাই ২০১৯, ২২:২১
কলাপাড়ায় দুই ছাত্রী অজ্ঞানের ঘটনায় তোলপাড়
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পটুয়াখালীর কলাপাড়ায় দুই ছাত্রীর শরীরে স্প্রে দিয়ে অজ্ঞান করার ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।


সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের মধুপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।


দুই ছাত্রী হুমায়রা (১১) ও বৈশাখীকে (১১) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওরা দু’জনেই চরনিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনার পর পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে গুজবে কান না দেয়ার জন্য পৌর শহরসহ উপজেলার ইউনিয়নের গ্রামে গ্রামে মাইকিং করা হয়েছে।


হুমায়ারার মামা মো. সিদ্দিকুর রহমান সাংবাদিকদের জানান, মডেল পরীক্ষার জন্য তারা স্কুল যাচ্ছিল। পথিমধ্যে মোটরসাইকেলে দুই অপরিচিত ব্যক্তি ঘাসের উপর স্প্রে করে হুমায়রা ও বৈশাখীর দিকে ছুড়ে মারলে তাদের শরীরে লাগে। কিছুক্ষণ পরই তারা দু’জন বমি করতে করতে রাস্তায় অচেতন হয়ে পড়ে। স্থানীরা তাদেরকে দেখে পরিবারের লোকজনদের খবর দেয়। পরে তাদেরকে কলাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


উপজেলা স্বাস্থ্য প্রশাসক চিন্ময় হাওলাদার জানান, ওরা কিছু একটা স্প্রে করার কথা বলেছে। তবে প্রচণ্ড ভয় পেয়েছে। আর কিছু না। প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। এখন দু’জনেই সম্পূর্ণ সুস্থ রয়েছে। এদিকে এ ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


এ ব্যাপারে কলাপাড়ার থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, বিষয়টি গুজব। লোক গুলোর অঙ্গভঙ্গির কারণে ভয় পেয়ে তারা অসুস্থ হয়ে পড়ে। গুজবে কান না দেয়ার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে পৌর শহরসহ উপজেলার ইউনিয়নের গ্রামে গ্রামে মাইকিং করা হয়েছে।


বিবার্তা/উত্তম/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com