শিরোনাম
নারায়ণগঞ্জে শিশু আলিফ হত্যায় আসামির মৃত্যুদণ্ড
প্রকাশ : ২২ জুলাই ২০১৯, ১৫:২৭
নারায়ণগঞ্জে শিশু আলিফ হত্যায় আসামির মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জের জল্লারপাড়া এলাকার চার বছরের শিশু শিহাব উদ্দিন আলিফ হত্যা মামলায় একমাত্র আসামি অহিদের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।


সোমবার (২২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ বিশেষ ট্রাইবুনাল-১ এর বিচারক আনিসুর রহমান এ রায় ঘোষণা করেন।


আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, যুক্তিতর্ক শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।


মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৬ আগস্ট বাড়ির সামনে খেলা করছিলো আলিফ। একপর্যায়ে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্য ও এলাকাবাসী আশপাশের বাড়িঘর ও পাড়া-মহল্লায় খোঁজাখুঁজি করলেও আলিফের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বিকেল পাঁচটার দিকে প্রতিবেশী আলী খোকনের বাড়ির নিচতলার ভাড়াটের তালাবদ্ধ রুম থেকে এলাকাবাসী বস্তাবন্দী অবস্থায় আলিফের মরদেহ উদ্ধার করে।


শিশু আলিফের দুই হাত বাঁধা ও মুখে রুমাল গুঁজে দেয়া ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও ছিল।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com