শিরোনাম
সরকারের উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করতে হবে: খাদ্যমন্ত্রী
প্রকাশ : ২১ জুলাই ২০১৯, ১৮:০৯
সরকারের উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করতে হবে: খাদ্যমন্ত্রী
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজগুলোকে দ্রুত সম্পন্ন করতে হবে।তা না হলে সরকারের উন্নয়ন কাজ স্থবির হয়ে পড়বে। আর এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়ন হবে না।


রবিবার সকাল ১১টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মাসিক উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


খাদ্যমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন একবেলাও অনাহারে না থাকে। সরকারের পর্যাপ্ত ত্রাণ আছে। বন্যার্তদের কাছে দ্রুত ত্রাণ পৌঁছানোর জন্য জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।


ভারপ্রাপ্ত জেলা প্রশাসক গোলাম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মাসুদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আব্দুল বারী, পৌরসভার মেয়র নজমুল হক সনি, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রওশন আরা খানম, সিভিল সার্জন ডাঃ মোমিনুল হক, জেলা প্রেস ক্লাবের সভাপতি নবির উদ্দিন, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান, মান্দা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুসফিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।


বিবার্তা/বেলাল/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com