শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাফুফের বিরুদ্ধে মানববন্ধন
প্রকাশ : ২১ জুলাই ২০১৯, ১৫:০২
ঠাকুরগাঁওয়ে বাফুফের বিরুদ্ধে মানববন্ধন
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী চ্যাম্পিয়ানশীপে ঠাকুরগাঁও নারী ফুটবলারদের ফাইনাল খেলার পূর্বমূহুর্তে বাদ দেয়ার প্রতিবাদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফফ) বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ঠাকুরগাঁও নাগরিক অধিকার আন্দোলন নামের একটি সংগঠন।


রবিবার দুপুরে নাগরিক অধিকার আন্দোলনের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে দলমত নির্বিশেষে জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


মানববন্ধনকালে বক্তব্য দেন, নাগরিক অধিকার আন্দোলনের আহবায়ক আতাউর রহমান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফসহ নারী খেলোয়াড়রা।


বক্তারা এ সময় বলেন, বাফুফে যে কাজটি করেছে তা কোন ভাবেই মেনে নেয়ার মতো নয়। তারা আমাদের ঠাকুরগাঁও জেলার সন্মানকে ক্ষুণ্ণ করেছে। আমাদের মেয়েদের সাথে তারা খারাপ আচরণ করেছেন। মিথ্যা অপবাদ দিয়ে তারা মেয়েদের দলটিকে বাদ করেছে। আমারা এর সঠিক বিচার চাই।


বিবার্তা/বিধান/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com