শিরোনাম
কুষ্টিয়ায় শিক্ষিকার শ্লীলতাহানি মামলায় অধ্যক্ষের ১০বছর কারাদণ্ড
প্রকাশ : ১৮ জুলাই ২০১৯, ১৪:১৬
কুষ্টিয়ায় শিক্ষিকার শ্লীলতাহানি মামলায় অধ্যক্ষের ১০বছর কারাদণ্ড
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়া মডেল থানায় কলেজ শিক্ষিকার শ্লীলতাহানি মামলায় একই কলেজের অধ্যক্ষের ১০বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।


বৃহস্পতিবার দুপুর ১২টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।


দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- সৈয়দ মাছুদ রুমী কলেজের অধ্যক্ষ চৌধুরী নুরুদ্দিন সেলিম ওরফে সজল চৌধুরী(৫২)। সে কুষ্টিয়া শহরের মিলপাড়ার বাসিন্দা চৌধুরী আব্দুল আলীর ছেলে।


আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩০মার্চ দুপুরে সৈয়দ মাছুদ রুমী কলেজের মহিলা কমন রুমের ওয়াস রুম থেকে বের হওয়ার সময় কলেজের অধ্যক্ষ চৌধুরী নুরুদ্দিন সেলিম ওরফে সজল চৌধুরী জোর পূর্বক ওই শিক্ষিকার শ্লীলতাহানি করেন।


এ ঘটনায় শিক্ষিকা নিজেই বাদী হয়ে এপ্রিল মাসের ৭ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনের দ:বি: ১০ ধারায় অভিযোগ এনে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৪ সালের ১৩ আগস্ট আদালতে চার্জশীট দাখিল করেন পুলিশ।


কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ কৌশুলী আকরাম হোসেন দুলাল জানান, কুষ্টিয়া মডেল থানার দায়ের করা শিক্ষিকার শ্লীলতাহানির মামলায় একই কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় তাকে ১০বছর কারাদণ্ডসহ একলাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছ আদালত


বিবার্তা/শরীফুল/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com