শিরোনাম
টাঙ্গাইলে ছয় মাসের অন্তঃসত্ত্বা মানসিক প্রতিবন্ধী, মিলছেনা পরিচয়
প্রকাশ : ১৮ জুলাই ২০১৯, ১০:৩৫
টাঙ্গাইলে ছয় মাসের অন্তঃসত্ত্বা মানসিক প্রতিবন্ধী, মিলছেনা পরিচয়
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পরনে ছেড়া ময়লা কাপড়। মাথার কাছে কয়েকটি পোটলা নিয়ে অসুস্থ শরীরে খোলা চৌকির উপর শুয়ে কাতরাচ্ছে একটি মেয়ে। বয়স আনুমানিক ২৫ বছর।


টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া বাসস্ট্যান্ডের পূর্বপাশে অসুস্থ শরীরে খোলা চৌকির উপর শুয়ে কাতরাচ্ছে এ মেয়েটি।


জানা যায়, মেয়েটি মানসিক প্রতিবন্ধী ও গর্ভবতী। স্থানীয়রা মেয়েটিকে নিয়ে নিকটস্থ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে যান। সেখানে দায়িত্বরত পরিদর্শিকা মর্জিনা বেগম প্রাথমিক পরীক্ষা শেষে বলেন, মানসিক প্রতিবন্ধী এই মেয়ে ছয় মাসের গর্ভবতী। সে শারীরিকভাবে অত্যন্ত দুর্বল এবং গায়ে জ্বর রয়েছে। তার সুচিকিৎসা প্রয়োজন। এভাবে পথে পথে ঘুরতে থাকলে সে মারাও যেতে পারে।


মেয়েটি তার নাম পরিচয়, গ্রাম ঠিকানা কিছুই বলতে পারছে না। সে কিভাবে গর্ভবতী হয়েছে এ বিষয়েও কিছু বলতে পারছে না।


তবে স্থানীয়দের ধারণা মানসিক প্রতিবন্ধী হওয়ার সুযোগ নিয়ে মানুষ নামক কোন পশু দ্বারা ধর্ষিত হয়েই সে গর্ভবতী হয়েছে। এ ধরনের হৃদয় বিদারক ঘটনা সমাজে প্রতিনিয়তই ঘটছে।


উপজেলার মাইস্তা গ্রামের জমশেদ আলী নামের এক ব্যবসায়ী বলেন, দু’তিন দিন যাবত এই পাগলীটাকে এলাকায় দেখতেছি। খুব ক্লান্ত অবস্থায় আমদের গ্রামে এসে খেতে চাইলে আমি বাড়িতে খেতে দেই।


টাঙ্গাইল জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ বলেন, যদি এই মানসিক প্রতিবন্ধী ধর্ষিত হয়ে গর্ভবতী হয়ে থাকে, তবে অপরাধীদের খুঁজে বের অবশ্যই শাস্তি দিতে হবে। তা না হলে সমাজের এই ভয়াবহ ব্যথী রোধ করা সম্ভব হবে না। ধর্ষণের ফলে মেয়েটির বাচ্চা হলে এর দায়ভার কে নেবে কিংবা বাচ্চাটি কার পরিচয়ে বড় হবে?


তিনি আরো বলেন, মেয়েটির পরিচয় ঠিকানা বের করার জন্যে পুলিশসহ সবাইকে এগিয়ে আসতে হবে।


এ বিষয়ে টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শাহআলম বলেন, এ ধরনের ঘটনায় স্থানীয় থানায় জিডি করার পর গর্ভবতীকে গাজীপুরের পুবাইলে আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়। সেখানে প্রসবের পর বাচ্চাটিকে এতিমখানায় লালন পালনের জন্য দেয়া হয়। আমরা সংশ্লিষ্ট কর্মকর্তার মাধ্যমে ব্যবস্থা নেব। সেই সাথে মেয়েটির পরিচয় পেলে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


বিবার্তা/তোফাজ্জল/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com