শিরোনাম
জামালপুরে বন্যায় ৪ লক্ষাধিক মানুষ পানিবন্দী
প্রকাশ : ১৭ জুলাই ২০১৯, ১৬:৪৫
জামালপুরে  বন্যায় ৪ লক্ষাধিক মানুষ পানিবন্দী
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বুধবার সকালে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ১৫৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হযেছে।


এতে জেলার ইসলামপুর উপজেলাসহ সাতটি উপজেলার চার লক্ষাধিক মানুষ বন্যার পানিতে ভাসছে।


জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী জানিয়েছেন, বন্যায় জেলা সদর, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, সরিষাবাড়ি, মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলার ৫২টি ইউনিয়নের ৭২হাজার ৩৫০টি পরিবারের ৩লাখ ৬১হাজার ৭৫০জন খতিগ্রস্থ ও পানিবন্দীহয়ে পড়েছে।


বন্যা কবলিত এলাকার ফসলি জমি, রাস্তা ঘাট, রেল লাইন, শিক্ষা প্রতিষ্ঠান ডুবে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত অধিকাংশরাই আশপাশের উঁচু রাস্তা, ঘরের চাল, ব্রিজ ও শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে।


বিবার্তা/ওসমান/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com