শিরোনাম
জামালপুর বন্যা পরিস্থিতি আরো অবনতি
প্রকাশ : ১৬ জুলাই ২০১৯, ১৩:৪১
জামালপুর বন্যা পরিস্থিতি আরো অবনতি
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরে বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। মঙ্গলবার সকালে বন্যায় পানি বৃদ্ধি পেয়ে যমুনার বাহাদুরাবাদ পয়েন্টে পানি বিপদসীমার ১৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


বন্যায় জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, সরিষাবাড়ি, মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলার ৩৫টি ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষ পানি-বন্দি হয়ে পড়েছে।


বন্যা কবলিত এলাকার ফসলি জমি, রাস্তা ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ডুবে গেছে। দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি ও গো খাদ্যের সঙ্কট। বন্যায় ক্ষতিগ্রস্ত অধিকাংশরাই আশপাশের উঁচু রাস্তা ও উচু শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে।



জামালপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী জানিয়েছেন, যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরে বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। ইতোমধ্যে জেলার একটি পৌরসভা ও ৩৫ ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে।


বিবার্তা/ওসমান/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com