শিরোনাম
লামায় এক হাজার ৭০০ পরিবারের মাঝে চাল বিতরণ
প্রকাশ : ১৬ জুলাই ২০১৯, ১৩:১৯
লামায় এক হাজার ৭০০ পরিবারের মাঝে চাল বিতরণ
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লামায় বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এক হাজার ৭০০ পরিবারের মাঝে চাল বিতরণ করেছে বান্দরবানের লামা পৌরসভা কর্তৃপক্ষ।


মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ চাল বিতরণ উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল।


এ সময় নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, পৌরসভা মেয়র জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন ও মিল্কি রাণী দাশ, পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভুইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।


চাল বিতরণের সত্যতা নিশ্চিত করে পৌরসভা মেয়র জহিরুল ইসলাম বলেন, মঙ্গলবার পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এক হাজার ৭০০ পরিবারের মাঝে প্রতি পরিবারের ১৫ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে। বুধবার অন্যসব ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত ১০০০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হবেও বলে জানান তিনি।


বিবার্তা/আরমান/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com