শিরোনাম
বাগেরহাটে মাদ্রাসাছাত্রী হত্যার ঘটনায় আটক ৩
প্রকাশ : ১৪ জুলাই ২০১৯, ২২:৪৭
বাগেরহাটে মাদ্রাসাছাত্রী হত্যার ঘটনায় আটক ৩
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের মোড়েলগঞ্জে মাদ্রাসাছাত্রী হিরা আক্তার হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।


রবিবার সকালে উপজেলার পশ্চিম বহরবুনিয়া গ্রাম থেকে মনোয়ারা বেগম এবং হাসান রসিদকে, আর বিকেলে মোংলা থেকে বৃদ্ধ মুক্তার মৃধাকে আটক করা হয়।


আটকৃতরা হলো-পশ্চিম বহরবুনিয়া গ্রামের মুক্তার মৃধা (৭৫), তার স্ত্রী মনোয়ারা বেগম (৬৫) এবং নাতী হাসান রশিদ মৃধা (১৩)।


রবিবার বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় এসব তথ্য জানান।


তিনি জানান, ২ জুলাই বিকেলে মোড়েলগঞ্জ উপজেলার পশ্চিম বহরবুনিয়া গ্রামে নিজ ঘরে হিরা আক্তারকে হত্যা করে বিবস্ত্র অবস্থায় ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে আটককৃতরা। পরে ৩ জুলাই নিহতের মা নাসিমা বেগম বাদী হয়ে মোড়েলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। হত্যার চারদিন আগে নিহত হিরার মাকে অসৎ উদ্দেশে জাপটে ধরে বৃদ্ধ মোক্তার মৃধা। তখন হিরার মা নাসিমা বেগম মোক্তারকে জুতোপেটা করেন। পরে মোক্তারের স্ত্রীর কাছে বিচার দেয় হিরার মা। এতে মোক্তার ও মোক্তারের স্ত্রী ক্ষিপ্ত হয়। নাসিমার উপর প্রতিশোধ নিতেই তার মেয়েকে হত্যা করে মোক্তার ও তার স্ত্রী। এদেরকে সহযোগিতা করেন হাসান রসিদ।


তিনি আরো বলেন, হত্যার কথা স্বীকার করে আটকৃতরা ১৬১ ধারায় জবানবন্দী দিয়েছেন। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com