শিরোনাম
কক্সবাজারে পাহাড়ধসে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর
প্রকাশ : ১৪ জুলাই ২০১৯, ১১:১১
কক্সবাজারে পাহাড়ধসে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ধসে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের বমুরকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন মোহাম্মদ সাদেক (৩২) ও তার স্ত্রী ওয়ালিদা বেগম (২১)। সাদেক পেশায় দিনমজুর। স্ত্রী ওয়ালিদা বেগমকে নিয়ে কয়েক বছর আগে আলীকদম উপজেলা থেকে বমুরকুল এলাকায় গিয়ে পাহাড়ের নিচে ঘর বেঁধে সেখানে বসবাস করছিলেন তিনি।


বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব জানান, সারারাত অঝোর ধারায় বৃষ্টিপাত হয়েছে। রাত ২টার দিকে বমুরকুল এলাকায় পাহাড়ের একটি অংশ ধসে সাদেকের বসতঘরের ওপরে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়েন সাদেক ও তার স্ত্রী।


স্থানীয়রা মাটি সরিয়ে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে বলে জানিয়েছেন ওই ইউপি চেয়ারম্যান।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com