শিরোনাম
চট্টগ্রামে থৈ থৈ পানি, ভোগান্তি চরমে
প্রকাশ : ১৩ জুলাই ২০১৯, ১৬:৫১
চট্টগ্রামে থৈ থৈ পানি, ভোগান্তি চরমে
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বৈরী আবহাওয়া এবং টানা বর্ষণে চট্টগ্রামের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।নিচু এলাকা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ এলাকাগুলো তলিয়ে আছে হাঁটু সমান পানিতে।এছাড়া ভাঙা সড়কের কারণে স্থবির হয়ে আছে যানবাহন।


গত ৭ দিনের মতো শনিবার ভোর থেকে শুরু টানা বর্ষণ।একই সঙ্গে জোয়ারের পানি ঢুকতে থাকায় আবারো জলবদ্ধতার কবলে পড়ে নগরবাসী।হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যায় নগরীর চকবাজার, মুরাদপুর, বহদ্দারহাটসহ আশ-পাশের এলাকা।এসময় চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী।


এক ভুক্তভোগী বলেন, চকবাজার বলেন, রাহাত্তার পুল বলেন, প্রবর্তক মোড় বা ওয়াসার মোড় বলেন, সবখানে পানি আর পানি। চট্টগামবাসী অনেক কষ্টে আছে।


এদিকে বৃষ্টি এবং জোয়ারের পানিতে তলিয়ে যায় আগ্রাবাদের মা ও শিশু হাসপাতাল।হাসপাতের পুরো নিচ তলা পানিতে ডুবে যায়। মারাত্মকভাবে ব্যহত হয় চিকিৎসা সেবা।


এদিকে ভাঙা রাস্তার কারণে বন্দরকেন্দ্রীক যানজট ছিল অসহনীয় পর্যায়ে। বারিক বিল্ডিং থেকে শুরু হয়ে বিশ্বরোড, কাস্টমস মোড়, সল্টগোলা ক্রসিং এবং ইপিজেডে আটকে ছিল হাজার হাজার যানবাহন।আজো বন্দরের বহিনোংগরে পণ্য খালাসে বিঘ্ন ঘটেছে।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com