শিরোনাম
নাটোরে ‘বন্দুকযুদ্ধে’ ১৫ মামলার আসামি নিহত
প্রকাশ : ১৩ জুলাই ২০১৯, ১১:৪১
নাটোরে ‘বন্দুকযুদ্ধে’ ১৫ মামলার আসামি নিহত
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের লালপুরে হত্যার পর গাড়ি ছিনতাই, ডাকাতিসহ ১৫টির বেশি মামলার আসামি শুটার মানিক ওরফে সুমন (৪৮) পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।


শুক্রবার (১২ জুলাই) দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মানিক পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পূর্বটেংরী শেরপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, ৫ জুলাই বড়াইগ্রামে কলেজছাত্রকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই মামলায় শুটার মানিককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সম্প্রতি লালপুরে অলোক বাগচিকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই ও অটোচালককে গুলি করে অটো ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে মানিক।


জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার দিনগত রাতে লালপুর থানা পুলিশ বড়াইগ্রাম থেকে লালপুর থানায় নিয়ে যাচ্ছিল। এ সময় গোপালপুরের তোফাকাটা মোড় নামক স্থানে পৌঁছালে শুটার মানিকের সহযোগীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।


এ সময় পুলিশকে ধাক্কা দিয়ে মানিক পালানোর চেষ্টাকালে গুলিবিদ্ধ হয়। পরে উভয়পক্ষের গোলাগুলির এক পর্যায়ে মানিকের সহযোগীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় মানিককে পুলিশ লালপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, মানিকের নামে ঈশ্বরদী, লালপুর, বড়াইগ্রামসহ বিভিন্ন থানায় ১৫টির অধিক মামলা রয়েছে। তার অপর সহযোগীদের আটকে অভিযান অব্যাহত আছে।


বিবার্তা/শুভ/রবি/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com