শিরোনাম
‘আগামী কয়েক বছরের মধ্যে দেশে দুর্নীতি থাকবে না’
প্রকাশ : ১১ জুলাই ২০১৯, ১৩:৪০
‘আগামী কয়েক বছরের মধ্যে দেশে দুর্নীতি থাকবে না’
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার আমিনুল ইসলাম বলেছেন, আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ থেকে দুর্নীতি অনেক কমে যাবে, থাকবে না বলে মনে করছি। সে লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন কাজ করে যাচ্ছে।


বৃহস্পতিবার সকাল ১০টায় কুষ্টিয়া চৌড়হাসে কুষ্টিয়া দুর্নীতি দমন কমিশন দুদক কার্যালয় উদ্বোধন-কালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


আমিনুল ইসলাম বলেন, দুদকের অভিজ্ঞ জনবলের অভাব আছে, তাই দুদক প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন অফিসে কর্মকর্তা পাঠানো হচ্ছে।


তিনি বলেন, ইতোমধ্যে দুদক বিভিন্ন কাজে সম্পৃক্ত হয়েছে। দুদক এখন নিজেরা মামলার ফাইল করে চার্জশীট দিচ্ছে, নিজস্ব গোয়েন্দা বাহিনী করা হয়েছে এবং জেলখানা করা হয়েছে। দুদকের ইনফোর্সমেন্ট টিম আছে, ১০৬ হট লাইন আছে। দুদক এখন বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত হয়েছে এবং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।


তিনি আরো বলেন, দুদকের যে কর্মকাণ্ড বা কাজ তা হঠাৎ করে কাউকে নিয়োগ দিয়ে সে কাজ করানো সম্ভব না। এরপর তিনি কুষ্টিয়ার মিরপুরে পুলিশের ওপেন হাউসডে অনুষ্ঠানে যোগ দেন।


এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরিফুল/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com