শিরোনাম
কক্সবাজারে সৈকত থেকে ৬ জনের মরদেহ উদ্ধার
প্রকাশ : ১০ জুলাই ২০১৯, ১০:০৩
কক্সবাজারে সৈকত থেকে ৬ জনের মরদেহ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ভেসে আসা একটি মাছ ধরার ট্রলার থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


এ সময় একজনকে জীবিত উদ্ধার করেছে লাইফ গার্ড কর্মীরা। এখনো নিখোঁজ আছে আরো আটজন।


বুধবার ভোরে এ ঘটনা ঘটেছে। তবে নিহতদের কারো নাম পরিচয় পাওয়া যায়নি। তারা রোহিঙ্গা নাকি জেলে এটি নিশ্চিত হওয়া যায়নি।


কক্সবাজার টুরিস্ট পুলিশের এএসপি ফখরুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, মঙ্গলবার রাত ৩টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ভাঙাচোরা একটি মাছ ধরার ট্রলার ভেসে আসার খবর পাওয়া যায়।


তিনি বলেন, পরে টুরিস্ট পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেলে ট্রলারটির আশপাশে চারটি মরদেহ ভাসমান অবস্থায় এবং আরো দু’টি মরদেহ ট্রলারের পাটাতনের ওপর থেকে উদ্ধার করেন। এরপর আরো একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


তিনি বলেন, ধারণা করা হচ্ছে, সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি। এটি বাংলাদেশের না মিয়ানমারের সেটি নিশ্চিত হওয়া যায়নি।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com