শিরোনাম
মোটরযানের নম্বর প্লেটে ‘মাগুরা’ বানানের জটিলতার নিরসন
প্রকাশ : ০৯ জুলাই ২০১৯, ২২:২১
মোটরযানের নম্বর প্লেটে ‘মাগুরা’ বানানের জটিলতার নিরসন
মাগুরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মোটরযানের নম্বর প্লেট ও লাইসেন্সের কাগজপত্রে মাগুরার বানানের জটিলতার নিরসন হয়েছে।


মঙ্গলবার মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে মাগুরার সঠিক বানান সম্বলিত ৩,৫০০টি নম্বর প্লেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।


জেলা বিআরটিএ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মহাম্মদ আলী আকবর। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আব্দুস সালামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তারুন্নাহার, জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক এসএম মাহফুজুর রহমান।


অনুষ্ঠানে জানানো হয়, দীর্ঘ দিন ধরে মোটরযানসহ বিভিন্ন ক্ষেত্রে মাগুরা জেলার নাম ‘মাগুড়া’ ব্যবহৃত হয়ে আসছিল। মাগুরা বাসির দীর্ঘ দিনের দাবীর প্রেক্ষিতে গত বছরের ২৮ জুন সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়। যার প্রেক্ষিতে গত বছরের ৮ জুলাই ‘মাগুড়া’ নামটি সংশোধন করে ‘মাগুরা’ করা হয়।


উল্লেখ্য, পূর্বে যে সকল যানবাহনের প্লেটে ‘মাগুড়া’ বানানে নম্বর প্লেট আছে সে সকল যানবাহন ওই নামেই চলবে।


বিবার্তা/শ্রাবণ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com