শিরোনাম
কুড়িগ্রামে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
প্রকাশ : ০৭ জুলাই ২০১৯, ২২:৩৮
কুড়িগ্রামে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পুর্বপায়রাডাঙ্গা গ্রামের হাসেম বাজার এলাকায় পুর্ব শত্রুতার জের ধরে নজরুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায় আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ।


রবিবার বিকেলে জেলা ও দায়রা জজ মুন্সী রফিউল আলম এর আদালত এ রায় প্রদান করেন।


সাজা প্রাপ্ত আসামিরা হলেন, হাসেম বাজার পুর্ব পায়রা ডাঙ্গা গ্রামের মো: আব্দুর রহিম, আসাদুজ্জামান রাজা, সাইফুর রহমান কাছু, মো: সাইফুর রহমান ও মো: মঞ্জুরুল হক।


মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন এবং আসামি পক্ষের আইনজীবী এটিএম এনামুল হক চৌধুরী।


মামলার বিবরণে জানা গেছে, হাসেম বাজার পুর্ব পায়রাডাঙ্গা গ্রামের তমিজ উদ্দিন ব্যাপারীর পুত্র নজরুল ইসলাম ২০০৯ সালের ১৯ মার্চ রাত ১০টার দিকে ব্যবসার কাজ সেরে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার সময় পুর্ব শত্রুতার জের ধরে আসামিরা তাকে আটক করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে রংপুর মেডিকেল থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com