শিরোনাম
প্রয়োজনে আরো ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী
প্রকাশ : ০৭ জুলাই ২০১৯, ১৮:২১
প্রয়োজনে আরো ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, ধানের দাম কম হলে প্রয়োজনে প্রান্তিক কৃষকের কাছ থেকে আরো ধান কিনবে সরকার।


রবিবার নওগাঁর নিয়ামতপুর উপজেলা খাদ্য গুদাম পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।


মন্ত্রী বলেন, কৃষিবিভাগ থেকে সঠিক সময়ে চাষির তালিকা না পাওয়ায় ধান সংগ্রহে কিছুটা দেরি হচ্ছে। সংগ্রহ কার্যক্রম ত্বরান্বিত করতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নজরদারির নির্দেশনা দেয়া হয়েছে। কৃষককে লাভবান করতে চালের পাশাপাশি এবার দুই ধাপে সরকারিভাবে ৪ হাজার মেট্রিকটন ধান কেনা হচ্ছে। এরপরও দর নিম্নমূখী হলে প্রয়োজনে প্রান্তিক কৃষকের কাছ থেকে আরো ধান কিনবে সরকার।


ধানের বাজার দর প্রসঙ্গে মন্ত্রী বলেন, চলতি মৌসুমের শুরুতে কৃষক ধানের দাম কম পেয়েছে। সরকারিভাবে ধান কেনা শুরু হলে দাম কিছুটা বাড়ে। কিন্তু সেই দর কৃষকের কাছে আশানুরুপ না হওয়ায় আবারো নতুন করে আড়াই লাখ টন ধান কেনার সিদ্ধান্ত নেয়া হয়। দেশের প্রতিটি সরকারি খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহ চলছে। গুদাম গুলোতে যাতে কোনো ধরনের অনিয়ম না হয়, ধান দিতে গিয়ে কৃষকরা যাতে হয়রানির শিকার না হয় সেজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কড়া নজরদারির নির্দেশ দেন মন্ত্রী। গুদাম পরিদর্শনকালে মন্ত্রী কৃষকদের খোঁজ খবর নেন।


এসময় স্থানীয় প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চাষী ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com