শিরোনাম
হাতিয়ায় কার্গো ডুবি: এখনো খোঁজ মেলেনি ১৩ মাঝিমল্লার
প্রকাশ : ০৬ জুলাই ২০১৯, ১৩:৩৭
হাতিয়ায় কার্গো ডুবি: এখনো খোঁজ মেলেনি ১৩ মাঝিমল্লার
ফাইল ছবি
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বঙ্গোপসাগরের হাতিয়া চ্যানেলে ডুবে যাওয়া লবণবাহী কার্গো ট্রলারের ১৪ মাঝিমাল্লার ১৩ জন এখনো নিখোঁজ রয়েছেন। এদের মাঝে হামিদ নামের একজনকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় মাছ ধরার নৌকা।


মেঘনা নদীর মোহনা সংলগ্ন হাতিয়া চ্যানেলে শুক্রবার সকালে প্রায় সাড়ে ছয় হাজার মণ পরিশোধিত লবণসহ এ নৌ দুর্ঘটনা ঘটে।


চট্টগ্রামের মাঝিরঘাট থেকে বৃহস্পতিবার ছেড়ে যাওয়া এমভি রাফসান (লাইসেন্স নং-১৯৪৮) কার্গো ট্রলারটি বঙ্গোপসাগরের হাতিয়া চ্যানেলে ডুবে যায়। ট্রলারটিতে থাকা ১৩ জন মাঝিমাল্লা এখনো নিখোঁজ রয়েছেন। এমনটি নিশ্চিত করেছেন মক্কা সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রিজের পরিচালক সেলিম উল্লাহ কাদেরী।


তিনি বলেন, কার্গো ট্রলারটি পরিশোধিত লবণ খুলনার সুপার এক্স লেদার ট্যানারিতে নিয়ে যাচ্ছিল। ডুবে যাওয়া ট্রলারে মাঝিমাল্লাসহ ১৪ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে হামিদ নামের একজনকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় একটি মাছ ধরার নৌকা।


তিনি আরো বলেন, কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর শিল্প এলাকা থেকে ৩৬৫০ বস্তা পরিশোধিত লবণ নিয়ে গত বুধবার ট্রলারটি চট্টগ্রামের মাঝিরঘাটে নোঙ্গর করে। বৃহস্পতিবার বিকেলে পুনরায় খুলনার উদ্দেশে ছেড়ে যায়। শুক্রবার সকালে হাতিয়া চ্যানেলে পৌঁছে ট্রলারের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং এক পর্যায়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় সাগরে প্রবল ঢেউ থাকায় ট্রলারটি ডুবে যায়।


বিবার্তা/নিরব/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com