শিরোনাম
নওগাঁয় ৩৫০ বোতল ফেনসিডিলসহ নারী আটক
প্রকাশ : ০৫ জুলাই ২০১৯, ১৭:২৩
নওগাঁয় ৩৫০ বোতল ফেনসিডিলসহ নারী আটক
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁর মান্দায় ৩৫০ বোতল ফেনসিডিলসহ মধু বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।


শুক্রবার বেলা ১২টার দিকে পুলিশ লাইনে, পুলিশ সুপার ইকবাল হোসেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।


মধু বেগম গাজীপুরের জয়দেবপুর থানার লক্ষ্মীপুরা গ্রামের আবুল হোসেনের স্ত্রী।


পুলিশ সুপার বলেন, কয়েকজন মাদক ব্যবসায়ী নওগাঁ-রাজশাহী সড়কের মান্দার ফেরিঘাটে ফেনসিডিল নিয়ে ঢাকা যাওয়ার জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি সামসুদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ফেরিঘাট এলাকা থেকে ৩টি জারকিনে অভিনব কায়দায় রাখা ৩৫০ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করা হয়।


ইকবাল হোসেন বলেন, আটককৃতদের দেয়া তথ্যে গাজীপুরের জয়দেবপুর থানার লক্ষ্মীপুরা গ্রামের আবুল হোসেনের স্ত্রী মধু বেগমকে তার নিজ বাড়ি থেকে আটক করে ডিবি পুলিশ। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।


বিবার্তা/বেলাল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com