শিরোনাম
লামায় ২১২ হেডম্যান ও কারবারীকে সম্মানী ভাতা প্রদান
প্রকাশ : ০৪ জুলাই ২০১৯, ১২:১৩
লামায় ২১২ হেডম্যান ও কারবারীকে সম্মানী ভাতা প্রদান
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবানের লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি বলেছেন, হেডম্যানদেরকে সরেজমিন পরিদর্শন করেই ভূমি সংক্রান্ত রিপোর্ট প্রদান করতে হবে। এতে নতুন করে ভূমি বিরোধ সৃষ্টি হবে না বরং দিন দিন বিরোধ কমে আসবে।


বুধবার দুপুরে উপজেলার হেডম্যান ও কারবারীদের ভাতা প্রদানকালে এক সংক্ষিপ্ত আলোচনায় এসব কথা বলেন তিনি।


নূর-এ-জান্নাত রুমি বলেন, পাড়ার কারবারীরা আন্তরিকতা নিয়ে কাজ করলে স্থানীয়ভাবে অনেক সমস্যার সমাধান সম্ভব। তাই পাড়া কারবারীদেরকে বিরোধ মীমাংসায় আরো মনযোগী হতে হবে।


এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত সিদ্দিকা, মৌজা হেডম্যান, কারবারীরা উপস্থিত ছিলেন।


শেষে নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি উপজেলায় কর্মরত ১৭টি মৌজার হেডম্যান এবং ১৯৫ জন কারবারীর হাতে ১২ মাসের সম্মানী ভাতা তুলে দেন।


বিবার্তা/আরমান/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com