শিরোনাম
টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওষুধ গুদামঘর সিলগালা
প্রকাশ : ০২ জুলাই ২০১৯, ২১:৫৩
টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওষুধ গুদামঘর সিলগালা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে বিভিন্ন কোম্পানির ওষুধের এজেন্ট ও সরবরাহকৃত ঠিকাদারি প্রতিষ্ঠান শামসুল হক এন্টারপ্রাইজের ওষুধের গুদামঘর সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।


মঙ্গলবার জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান আল মামুনের নেতৃত্বে শহরের জেলা সদর রোডে এ আদালত পরিচালনা করেন। এ সময় জেলা ড্রাগ সুপার ডা. নার্গিস আক্তার উপস্থিত ছিলেন।


এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট আল মামুন বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে শামসুল হক এন্টারপ্রাইজের গুদামঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গুদামে বিপুল পরিমাণ বিক্রির নহে ওষুধ ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। ওই গুদামের কোনো অনুমতিপত্র নেই ও ভিতরের ওষুধ সংরক্ষণের উপযোগী নয়। গুদামে রাখা ওষুধের গায়ে মেয়াদের টেম্পারিং পরিলক্ষিত।


তিনি বলেন, যা ওষুধ আইন ১৯৪০ সালের ১৮ ধারায় আইন ভঙ্গ করেছে। এ কারণে ২৭ ধারায় নগদ দুই লাখ টাকা আর্থিক জরিমানা ও গুদাম সিলগালা করে দেয়া হয়েছে।


বিবার্তা/তোফাজ্জল/তাওহীদ/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com