শিরোনাম
টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ
প্রকাশ : ০১ জুলাই ২০১৯, ১৪:১৪
টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপের অর্ধশতাধিক মানুষ টেকনাফে আটকা রয়েছে দুদিন ধরে। সোমবার সকালেও এই রুটে কোনো নৌযান চলাচল করেনি।


এদিকে বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় সেখানে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।


সকালে টেকনাফ পৌরসভার কায়ুকখালিয়ার নৌঘাটে অনেক লোককে ভিড় করতে দেখা যায়। তারা সেন্টমার্টিন যেতে না পেরে আত্মীয়-স্বজন ও টেকনাফের বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান করছেন।


সেন্টমার্টিন ইউপির চেয়ারম্যান নুর আহমদ বলেন, সাগর উত্তাল থাকায় শনিবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপে নিত্যপ্রয়োজনী জিনিসপত্রের সংকট দেখা দিয়েছে। এছাড়া দুইদিন আগে চিকিৎসাসহ বিভিন্ন কাজে আসা অর্ধশতাধিক মানুষ টেকনাফে আটকা পড়েছেন। তারা আত্মীস্বজনসহ কয়েকটি আবাসিক হোটেলে রয়েছেন।


সেন্টমার্টিন-টেকনাফ রুটে নৌযান সমিতির সভাপতি রশিদ আহমদ বলেন, সাগর উত্তাল থাকায় গত দুদিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে যাত্রী ও মালামাল পারাপার, ইঞ্জিনচালিত নৌকাসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। ফলে এ রুটে রুটে কোনো নৌযান চলাচল করতে পারছে না।


জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান বলেন, সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে এ রুটে সকল ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সাগর শান্ত হলে নৌযান চলাচলের অনুমতি দেয়া হবে।


বিবার্তা/তাওহীদ/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com