শিরোনাম
পটকা মাছ খেয়ে পাঁচজনের মৃত্যু
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৮:৫২
পটকা মাছ খেয়ে পাঁচজনের মৃত্যু
সিলেট ব্যুরো
প্রিন্ট অ-অ+

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পটকা মাছ খেয়ে বিষক্রিয়ায় দুই শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।


ওই পাঁচজন হলেন আবদুর রহিম (৬০), তাঁর ছেলে সুলেমান হোসেন (২৫), লোকমান হোসেন (২২), প্রতিবেশী শিশু রাহিমা (৮) ও মণি। দুই শিশুর মা হুসনা বেগমসহ (৩২) আরও নয়জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


জৈন্তাপুর থানার ওসি সফিউল কবীর পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, জৈন্তাপুরের দরবস্ত ইউনিয়নের মোহাইল গ্রামের আবদুর রহিম বাড়ির পাশের ডোবায় মাছ ধরতে গিয়ে পটকা মাছ শিকার করে নিয়ে আসেন। রহিমের পরিবারসহ প্রতিবেশী হোসনার পরিবারের সদস্যরা ওই মাছ রান্না করে খাওয়ার কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন।


এর মধ্যে রহিম বাড়িতেই মারা যান। বাকি চারজন হাসপাতালে নেয়ার পথে মারা যান।


সন্ধ্যার দিকে অসুস্থ অবস্থায় ১০ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক সাইফুল হাসান জানান, অসুস্থ ব্যক্তিদের শরীরে স্যালাইন দেয়া হচ্ছে।


পটকা মাছ খেয়ে মারা যাওয়ার খবর পেয়ে সন্ধ্যায় সিলেটের সিভিল সার্জন কার্যালয় থেকে জৈন্তাপুরসহ আশপাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন মো. হাবিবুর রহমান।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com