শিরোনাম
যশোরে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত
প্রকাশ : ২৯ জুন ২০১৯, ১৯:০৪
যশোরে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোরের শার্শা উপজেলার জামতলা বাজারে বাসের ধাক্কায় টুটুল হোসেন (৩৮) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুইজন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।


শনিবার দুপুরে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। টুটুল জেলার ঝিকরগাছা উপজেলার লক্ষ্মীখোলা থানার মোখছেদ আলীর ছেলে।


আহতরা হলেন- একই থানার পদ্মপুকুর গ্রামের নবাব উদ্দীনের ছেলে শফিকুল ইসলাম (৪২) ও শামটা গ্রামের ইউনুছ আলীর ছেলে রনি (৩০)। এদের মধ্য শফিকুলের অবস্থা আশঙ্কাজনক।


প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে জামতলা বাজার মোড়ে কয়েক মিনিটের যানযটের সৃষ্টি হয়। এসময় যশোর থেকে সাতক্ষীরাগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার একটি আলমসাধুর পেছনে ধাক্কা দেয়। এতে আলমসাধুতে থাকা গরু ব্যবসায়ী টুটুল ঘটনাস্থলেই নিহত হন এবং চালকসহ দুইজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে।


নাভারণ হাইওয়ে থানার পরিদর্শক রফিক আহমেদ বলেন, বাসের চালক ও হেলপার (সহকারী) পালিয়ে গেলেও ঘাতক বাসটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০-শয্যা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com