শিরোনাম
বরগুনার ঘটনায় জড়িতদের ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ২৭ জুন ২০১৯, ১৬:৩৩
বরগুনার ঘটনায় জড়িতদের ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বরগুনায় দিন-দুপুরে স্ত্রীর সামনে রিফাতকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের ছাড় দেয়া হবে না।


বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) অ্যাওয়ার্ড প্রদান- ২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।


তিনি বলেন, এটি দুঃখজনক। এ ঘটনায় পুলিশ বসে নেই। ইতোমধ্যে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।


দেশের পুলিশ বিভাগে ২৩ হাজার নারী সদস্য কাজ করেন। তার মধ্যে ৭২ জন পুলিশ সুপার ও ঊর্ধ্বতন কর্মকর্তা। বাৎসরিক অনুষ্ঠানের মাধ্যমে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশ উইমেন নেটওয়ার্কের আয়োজনে তাদের পুরস্কার দেয়া হয়। এবারই প্রথম ঢাকার বাইরে এ অনুষ্ঠান হচ্ছে।


বিবার্তা/জাহেদ/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com