শিরোনাম
লামায় ১৫ গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর দুর্যোগ সহনীয় বাসগৃহ
প্রকাশ : ২৫ জুন ২০১৯, ২২:৩৩
লামায় ১৫ গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর দুর্যোগ সহনীয় বাসগৃহ
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রকল্প 'সবার জন্য বাসগৃহ' এ প্রকল্পের আওতায় সারাদেশের ন্যায় বান্দরবানের লামা উপজেলায়ও ১৫ গৃহহীন পরিবার পাচ্ছেন দুর্যোগ সহনীয় বাসগৃহ।


সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় টিআর কাবিটা কর্মসূচীর বিশেষ খাতের অর্থে গৃহহীন পরিবারের জন্য দুর্যোগ সহনীয় ঘর নির্মাণের উদ্যোগ নেয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এতে ৩৮ লাখ ৭৭ হাজার ৯৬৫ টাকা খরচ হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, গ্রামীণ এলাকায় যে সকল দরিদ্র জনগোষ্ঠীর সামান্য জমি বা ভিটা আছে, কিন্তু টেকসই ঘর নেই তাদেরকে ৮০০ বর্গফুট জায়গায় (২ শতাংশ) রান্নাঘর ও টয়লেটসহ একটি সেমিপাকা টিনশেড গৃহ (দুই কক্ষবিশিষ্ট) নির্মাণ করে দেয়ার উদ্যোগ নেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় লামা উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে প্রথম পর্যায়ে ১৫টি দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণের উদ্যোগ নেয়া হয়। ইতোমধ্যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক সুপারিশকৃত উপকার-ভোগীদের তালিকা অনুযায়ী গৃহ নির্মাণের স্থান নির্বাচন ও জমি পরিদর্শনের কাজ সম্পন্ন হয়েছে।


রুপসীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাচিংপ্রম্ন মার্মা বলেন, আমার ইউনিয়নে প্রাথমিক পর্যায়ে দুইটি গৃহহীন পরিবারকে ‘দুর্যোগ সহনীয় বাসগৃহ’ দেয়ার জন্য নির্বাচন করা হয়েছে। সরকারের এমন মহতী উদ্যোগের কারণে খুশি দরিদ্র জনগোষ্ঠী।


লামায় ১৫ গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর ‘দুর্যোগ সহনীয় বাসগৃহ’ পাওয়ার সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান বলেন, প্রকল্পের প্রাথমিক পর্যায়ের বরাদ্দ পাওয়া সাপেক্ষে প্রকল্পের কাজ শুরু করা হবে। প্রতিটি বাসগৃহ নির্মাণে খরচ হবে ২ লাখ ৫৮ হাজার ৫৩১ টাকা।
এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন উপজেলা কমিটির সভাপতি নূর-এ-জান্নাত রুমি বলেন, প্রকল্পের প্রাথমিক পর্যায়ের কাজ চলছে। শীঘ্রই ইউনিয়ন ভিত্তিক উপকার-ভোগীদের তালিকা চূড়ান্তভাবে অনুমোদন করে জেলা কমিটির নিকট প্রেরণ করা হবে।


বিবার্তা/আরমান/তাওহীদ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com