শিরোনাম
জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
প্রকাশ : ২৪ জুন ২০১৯, ১৭:৩০
জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জয়পুরহাটে মাদক মামলায় আব্দুল হামিদ সরকার নামে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।


সোমবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম সরোয়ার এ রায় দেন। আব্দুল হামিদ নওগাঁর ধামুইরহাট উপজেলার বাদাল চান্দপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।


মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৮ জানুয়ারি জয়পুরহাট শহরের পিডিবি মোড়ে নওগাঁর ধামুইরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সালমা পরিবহনে র‌্যাব সদস্যরা তল্লাশি চালায়। ওই গাড়ির একটি বাক্সে পলিথিনে মোড়ানো ১ কেজি হেরোইনসহ আব্দুল হামিদ সরকারকে আটক করে র‌্যাব সদস্যরা। এ ব্যাপারে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের নায়ক সুবেদার অলিয়ার রহমান বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন।


জয়পুরহাট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর নৃপেন্দ্রনাথ মন্ডল এ রায়ের সত্যতা নিশ্চিত করেন।


বিবার্তা/সোহেল/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com