শিরোনাম
পুলিশে নিয়োগ
কুষ্টিয়ায় চেক গ্রহণকালে 'প্রতারক' আটক
প্রকাশ : ২৪ জুন ২০১৯, ১৫:৩৯
কুষ্টিয়ায় চেক গ্রহণকালে 'প্রতারক' আটক
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় পুলিশ কনস্টেবল নিয়োগের নামে ১০ লাখ টাকার চেক গ্রহণের সময় শাকিল হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।


সোমবার সকাল ৭টার দিকে কুষ্টিয়া পৌর অডিটোরিয়ামের সামনে থেকে তাকে আটক করা হয়। শাকিল হোসেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মীরপুর-মধ্যপাড়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।


কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম আব্দালপুর গ্রামের জীবন নামে এক যুববকে পুলিশ কনস্টেবল পদে চাকরি দিতে চান শাকিল। এর জন্য তার বড় বোন কানিজ ফাতেমার জনতা ব্যাংক একাউন্ট থেকে ১০ লাখ টাকার চেক দেয়ার কথা বলে ওই যুবক। বিষয়টি কানিজ ফাতেমা তার আত্মীয় স্বজনকে জানান। তারা সকালে কুষ্টিয়া পৌরসভা চত্বরে গিয়ে শাকিল হোসেনের নিকট ১০ লাখ টাকার চেক হস্তান্তর করে। এসময় পুলিশে নিয়োগ অর্থ-বাণিজ্যের গোপন সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশ ১০ লাখ টাকার চেকসহ তাকে আটক করে। পরে তাকে কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে।


বিবার্তা/শরীফুল/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com