শিরোনাম
ট্রেন দুর্ঘটনায় নিহত চারজনের পরিচয় মিলেছে
প্রকাশ : ২৪ জুন ২০১৯, ১৪:১৩
ট্রেন দুর্ঘটনায় নিহত চারজনের পরিচয় মিলেছে
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশনের পাশে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় নিহত চারজনের পরিচয় মিলেছে।


কুলাউড়া উপজেলায় কালভার্ট ভেঙে রবিবার রাত ১১টার দিকে উপবন এক্সপ্রেসের কয়েকটি বগি খালে পড়ে যায়। এ ঘটনায় অন্তত চারজন নিহত ও ২৫০ জন যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে ২০ জন‌কে সি‌লেট ওসমানী মে‌ডি‌কেল ক‌লে‌জ হাসপাতালে পাঠানো হ‌য়ে‌ছে।


নিহতরা হলেন- সানজিদা আক্তার বাগেরহাটের মোল্লারহাট উপজেলার ভানদর খোলা গ্রামের আকরাম মোল্লার মেয়ে, ফাহামিদা ইয়াসমিন ইভা সিলেটের দক্ষিণ সুরমার আবদুল্লাপুর এলাকার আবদুল বারীর মেয়ে, মনোয়ারা বেগম ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও শেখেরটিলার মৃত চেরাগ মিয়ার মেয়ে ও হবিগঞ্জের বাহুবল উপজেলার নুর হোসেনের ছেলে কাওসার হোসেন (২৬)।


কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক জানান, সোমবার সকালে পরিবাররে লোকজন এসব মরদেহ শনাক্ত করে নিয়ে গেছে।


দুর্ঘটনার পর কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৭ জন, মৌলভীবাজারের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে সাতজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com