শিরোনাম
কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনার পর যাত্রীদের মাল নিয়ে যাচ্ছে চোর
প্রকাশ : ২৪ জুন ২০১৯, ০৪:৩৩
কুলাউড়ায়  ট্রেন দুর্ঘটনার পর যাত্রীদের মাল নিয়ে যাচ্ছে চোর
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনার পর ওই এলাকায় চোরের উপদ্রব বেড়ে গেছে। আহত যাত্রীদের উদ্ধারের বদলে তাদের মালামাল নিয়ে সরে যাচ্ছে সুযোগ সন্ধানী কিছু ব্যক্তি। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।


ইতোমধ্যে বেশ কয়েকজনকে মালামালসহ সন্দেহজনকভাবে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উয়ারদৌস হাসান।


রবিবার রাত পৌনে ১২টার দিকে কুলাউড়ার বরমচাল স্টেশনের পাশে ঢাকাগামী উপবনের বগি ছিটকে পড়ে। রাতে সিলেট স্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য ওই ট্রেনটি ছেড়ে যায়।


এর ফলে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার একটি সেতু ভেঙে পড়ায় সিলেটের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগও পাঁচ দিন ধরে প্রায় বন্ধ রয়েছে।


অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম বিবার্তা২৪ ডটনেটকে জানান, ট্রেন দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ। আহতের সংখ্যা শতাধিক। অনেকে এম্বুলেন্স সিএনজিসহ যে যেভাবে পারছে আহতদের হাসপাতালে নিয়ে যাচ্ছে।


দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছেছে। হতাহতদের উদ্ধারে কাজ করছে জনসাধারনসহ দমকল বাহিনীর ১৩টি ইউনিট। পুলিশ তাদের সহযোগিতা করছে।


বিবার্তা/খলিল/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com