শিরোনাম
উৎসুক জনতার ভিড়ে কুলাউড়ায় উদ্ধারকাজ ব্যাহত
প্রকাশ : ২৪ জুন ২০১৯, ০২:৩৩
উৎসুক জনতার ভিড়ে কুলাউড়ায় উদ্ধারকাজ ব্যাহত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কুলাউড়ার বরমচাল এলাকায় বগি লাইনচ্যূত হয়ে মারাত্মক দুর্ঘটনায় পড়েছে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্ত:নগর উপবন এক্সপ্রেস। এতে ঘটনাস্থলে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।


আলো স্বল্পতা এবং উৎসুক জনতার ভিড়ের কারণে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে বলে জানিয়েছেন কুলাউড়া থানার ওসি ইয়ারদুস হাসান।


ওসি বলেন, এখন পর্যন্ত ৫ জনের লাশ পুলিশ উদ্ধার করেছে। আরো অনেকেরই অবস্থা গুরুতর। আহতদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে। তবে আলো কম থাকা এবং উৎসুক জনতার কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে।


এদিকে ফায়ার সার্ভিসের কুলাউড়া শাখার ইনচার্জ অপেন কুমার সিং জানিয়েছেন, আহতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।



তিনি জানান, ঘটনার খবর পাওয়ার পরই কুলাউড়া থেকে দুটি ইউনিট, মৌলভীবাজার থেকে একটি ইউনিট, বড়লেখা থেকে একটি ও ফেনঞ্জুগঞ্জ থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
এর আগে রবিবার রাত পৌণে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘঠে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস।


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশন থেকে ২০০ মিটার দুরে কালা মিয়া বাজার সংলগ্ন একটি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।


বিবার্তা/খলিল/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com